সিলেট ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী গ্রেপ্তার

Oplus_131072

আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ মোট ৫৫ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহর শহরের ছয়টি রেস্তোরাঁয় একযোগে এই অভিযান চালানো হয়। ‘অপ সেলেরা’ নামে পরিচিত এ অভিযানে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ এবং বিভিন্ন অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ৪৬ জন, দক্ষিণ কোরিয়ার ছয়জন এবং ৩ জন বাংলাদেশি নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৫৩ বছরের মধ্যে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈধ কাগজপত্র ছাড়াই তারা রাঁধুনি ও খাবার পরিবেশনকারীর কাজ করছিলেন।

অভিযানে আরও চারজন ব্যবস্থাপক—যাদের মধ্যে তিনজন স্থানীয় ও একজন বিদেশি—কেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন নীতিমালার আওতায় তদন্ত প্রক্রিয়া চলছে।