সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়ায় জাল নথি সরবরাহ চক্রের বিরুদ্ধে অভিযান, ৫ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় জাল নথি সরবরাহ চক্রের বিরুদ্ধে অভিযান, ৫ বাংলাদেশি গ্রেফতার

Oplus_131072

আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান FOMEMA-এর জন্য জাল নথি প্রস্তুতকারী একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (JIM)। বিশেষ অভিযানে রাজধানী কুয়ালালামপুর থেকে ৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে দু’জনকে চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক সংবাদ বিবৃতিতে জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি পৃথক বাসভবনে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে, এবং তারা মূলত বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে ১৫০ থেকে ২৫০ রিঙ্গিতে জাল পাসপোর্ট ও সংশ্লিষ্ট নথি সরবরাহ করছিল।

অভিযানে উদ্ধার করা হয়:

▪️বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও পাসপোর্ট কভার

▪️১১টি মোবাইল ফোন

▪️নগদ ২১০০ রিঙ্গিত

▪️স্বচ্ছ আঠালো কাগজ, রঙিন কালি, কাগজ কাটার

▪️একটি পেরোডুয়া আরুজ গাড়ি

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কর্মী হিসেবে ভিজিট পাস (PLKS)-এ অবস্থান করছিলেন, একজনের কাছে ছিল স্টুডেন্ট পাস, এবং অপর একজন অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(i) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মহাপরিচালক জাকারিয়া আরও জানান, “দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে জালিয়াতি কিংবা অভিবাসন সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকবে।”