কাতারে হারিছ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শোকসভা ও দোয়া মাহফিল
কাতারে হারিছ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শোকসভা ও দোয়া মাহফিল
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০১:১১ অপরাহ্ণ
নিউজ ডেস্ক : বুধবার (৩ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার’ শাখা।
সংগঠনের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদের পরিচালনায় শোকসভায় বক্তব্যে রাখেন সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার’র উপদেষ্টা আব্দুর নুর আজাদ, খসরু মিয়া পংকি, ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার সৈয়দ মাহবুবুর রহমান, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের সহ সভাপতি মোহাম্মদ ফয়েজ, রেজাউল করিম রেজু, হাজী আরিফুল হক, বাহার উদ্দিন, মুজিবুর রহমান, সাহেদ আহমেদ, আবুল কালাম, আতাউর রহমান, আব্দুল্লাহ জাকারিয়া, জাকারিয়া আহমেদ প্রমুখ।
বক্তারা হারিছ চৌধুরীর বর্ণাঢ্য ব্যক্তি জীবন, সামজিক জীবন ও রাজনৈতিক জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণ করেন। তারা বলেন, নিজ এলাকা ও দেশের প্রতি তাঁর ভালবাসার কারণে তিনি ছিলেন আপামর জনগণের নয়নমণি। সবশেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপদেষ্টা মাহবুবুর রহমান।