পক্ষপাতদুষ্ট সরকারে সুষ্ঠু নির্বাচন কঠিন : ড. ইফতেখারুজ্জামান
পক্ষপাতদুষ্ট সরকারে সুষ্ঠু নির্বাচন কঠিন : ড. ইফতেখারুজ্জামান
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ণ
Oplus_131072
নিউজ ডেস্ক :: জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচনকালীন সরকার পক্ষপাতদুষ্ট হলে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব নয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) টিআইবি কার্যালয়ে ‘ইলেকশন ট্রেনিং কর্মসূচি’র উদ্বোধনীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইফতেখারুজ্জামান বলেন, “রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন চাইতেই না চায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন। এ জন্য গণমাধ্যম ও নির্বাচনী পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।”
তিনি মনে করেন, দীর্ঘ সময় ধরে প্রশাসন দলীয়করণের মধ্যে পড়েছে। গত ৫৪ বছর ধরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব ঢুকে পড়ায় শাসনব্যবস্থায় পেশাগত বিরোধ ও দুর্বলতা তৈরি হয়েছে। এর ফলে বর্তমান প্রশাসনকে ঘিরে সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন উঠছে।
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, প্রশাসনে সবাই পক্ষপাতদুষ্ট নন। কিছু কর্মকর্তা পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করছেন। আবার অনেকেই দীর্ঘদিন বঞ্চিত হওয়ার পর নিজেদের অবস্থান ফিরে পেতে দলীয়করণের পথে হাঁটছেন। এই টানাপোড়েনের মধ্যেই প্রশাসন কাজ করছে।
ড. ইফতেখারুজ্জামান মনে করেন, রাতারাতি পুরো ব্যবস্থাকে পাল্টে ফেলা সম্ভব নয়। এজন্য সময় দিতে হবে এবং ধীরে ধীরে একটি স্থিতিশীল ও পেশাদার প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।