সিলেট ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগামীকাল তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র্যালি’ : সর্বত্র ব্যাপক সাড়া ‎

প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ণ
আগামীকাল তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র্যালি’ : সর্বত্র ব্যাপক সাড়া ‎

নিউজ ডেস্ক : ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট এর উদ্যোগে আগামীকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) সিলেট নগরীতে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হবে। সকাল ১০ ঘটিকা থেকে যুহরের নামাজের পূর্ব পর্যন্ত রাসূল (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে স্বনামধন্য উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। বাদ যুহর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী মসজিদ হতে র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোবহানীঘাট এসে শেষ হবে।


‎এদিকে র‌্যালি সফলের লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট। ইতোমধ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি কর্মসূচি সম্পন্ন করেছে বাস্তবায়ন কমিটি। র‌্যালি সফলের লক্ষ্যে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সিলেট নগরীতে মোটরসাইকেলযোগে প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সর্বত্র ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

‎র‌্যালিকে সফল করতে র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক সুলাইমান আহমদ চৌধুরী ও সদস্য সচিব হুসাইন আহমদ সর্বস্তরের আশিকে রাসূল ছাত্র-জনতার উপস্থিতি কামনা করে সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেছেন।