সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদরাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : রেজাউল হাসান কয়েস লোদী

প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:০৩ অপরাহ্ণ
মাদরাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : রেজাউল হাসান কয়েস লোদী

নিউজ ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল সালাম দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার দীর্ঘ ৪৭ বছরের মহাপরিচালক আল্লামা শায়খ আব্দুল খালিক শায়খে ছাক্তার মেছাব (রহ:) স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর কদমতলীস্থ বাসটার্মিনাল রহমানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা তায়্যিবুর রহমানের সভাপতিত্বে ও ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানীর সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সহ-সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, বাসটার্মিনাল রহমানিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা জুনায়েদ আহমদ, হাফিজ মাওলানা সোলায়মান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মিয়া, মুজিবুর রহমান প্রমুখ।

শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছিল না তখন আলেম, ওলামা এবং ধর্ম প্রচারের দায়িত্বে যারা ছিলেন তারাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করতেন। বর্তমানে দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব মুসলমানদের জন্য আল্লাহর অনেক বড় অনুগ্রহ। বর্তমান প্রেক্ষাপটে দ্বিনি শিক্ষা মাদরাসার ওপর নির্ভরশীল। মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। এটিকে ধরে রাখতে হবে। অতি আধুনিকতার নামে এ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে পতিত হতে দেওয়া যাবে না। মাদরাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি মাদ্রাসার অবকাঠামোগত সমস্যাসহ মাদ্রাসার গুণগত পরিবেশ ফিরিয়ে আনার, শিক্ষার্থীদের থাকা-খাওয়ার উন্নত ব্যবস্থা করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। তিনি মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।