সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্মাণ কার্যক্রম শুরু 

প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০১:৩৪ অপরাহ্ণ
যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্মাণ কার্যক্রম শুরু 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জাউয়া বাজার এলাকায় হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্মাণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মহাসড়কে সড়ক দুর্ঘটনা হ্রাস, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো: রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, অস্থায়ী এই ক্যাম্প চালু হলে মহাসড়কে পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার হবে। এর ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ, যাত্রী ও চালকদের ভ্রমণ নিরাপদ করা এবং যানজট কমিয়ে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মো: রেজাউল করিম বলেন, “মহাসড়কে মানুষের নিরাপত্তাই আমাদের প্রধান দায়িত্ব। এ ক্যাম্প স্থাপনের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ ও দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। একই সঙ্গে স্থানীয় জনগণ ও যাত্রীদের আস্থা বাড়বে।”

স্থানীয়রা জানান, মহাসড়কের এ অঞ্চলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তাই এখানে হাইওয়ে পুলিশের ক্যাম্প স্থাপন হলে দুর্ঘটনা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নত হবে বলে আশা করছেন তারা।

হাইওয়ে পুলিশ সূত্র আরও জানায়, ভবিষ্যতে এ অস্থায়ী ক্যাম্পকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতেও একই ধরনের ক্যাম্প স্থাপন করা হবে।