সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির কর্মসূচি

প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:২৯ অপরাহ্ণ
এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির কর্মসূচি

নিউজ ডেস্ক : আগামীকাল সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকী (৫ই সেপ্টেম্বর, শুক্রবার)। এ উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপি কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল বেলা ১১ টায় মৌলভীবাজারে মরহুম নেতার কবর জিয়ারত এবং বাদ আছর শাহজালাল (রাঃ) মাসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী কর্মসূচী গুলোতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অংশ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।