পায়রা সমাজকল্যাণ সংঘের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পায়রা সমাজকল্যাণ সংঘের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ০৫:৪২ অপরাহ্ণ
Oplus_131072
নিউজ ডেস্ক : পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সাথে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা গত ২৬ আগস্ট মঙ্গলবার রাতে দরগা মহল্লায় অনুষ্ঠিত হয়।
পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্নেল (অবঃ) একলিম আবদীন।
সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এসএনভি’র ক্লাস্টার কো-অডিনেটর রহিমা বেগম, এহসানুর রহমান আবির।
স্বাগত বক্তব্য রাখেন পায়রা সমাজকল্যাণ সংঘের কোষাধ্যক্ষ সমাজসেবী নিয়াজ মোঃ আজিজুল করিম। বক্তব্য রাখেন মুহিবুর রহমান একাডেমির শিক্ষক মোঃ কামরুজ্জামান, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা জুবায়ের আহমদ চৌধুরী, জাফর ছাদিক, প্রফেসর সাইফুল কবির চৌধুরী, সহ সভাপতি এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, মুফতি আব্দুল খাবির, মারুফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী ও রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক এ এস বাবলা জায়গীদার, সহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, ছাত্রনেতা মকসুদ আলম প্রমুখ। এছাড়াও সংঘের সদস্যবৃন্দ ও মহল্লার মুব্বীয়ান, যুবসমাজ ও ছাত্রনেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কিসতাতুল মুস্তাকিম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্নেল (অবঃ) একলিম আবদীন বলেন, সঠিক ভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে রোগ-ব্যাধি আক্রান্তের পাশাপাশি পরিবেশ দুষিত হয়। সেই বিষয়টি বিবেচনা করে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে ময়ল ফেলতে হবে। তিনি পায়রা সমাজকল্যাণ সংঘের মাধ্যমে সুন্দর, পরিচ্ছন্ন ওয়ার্ড গঠন সহ সংঘের সকল কার্যক্রমে ভূয়সী প্রশংসা করে বর্জ্য ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সংঘের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।