সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট উইমেন চেম্বারে সভাপতি পদে লুবানা ইয়াসমিন শম্পা

প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ণ
সিলেট উইমেন চেম্বারে সভাপতি পদে লুবানা ইয়াসমিন শম্পা

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের পরিচিত মুখ লুবানা ইয়াসমিন শম্পা।

লুবানা ইয়াসমিন শম্পা জানান, নারী উদ্যোক্তারা এখনও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। নির্বাচিত হলে তিনি তাঁদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি, আধুনিক প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক বিস্তার ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেবেন।

তিনি বলেন, নারীরা চাইলে ব্যবসায় ও উদ্যোগে সমানভাবে সফল হতে পারে। উইমেন চেম্বারকে আমি নারীদের অর্থনৈতিক অগ্রযাত্রার শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে চাই।
চেম্বারের সভাপতি পদে লুবানা ইয়াসমিন শম্পার প্রার্থিতা নারী উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।