সম্পদ ও সুযোগ-সুবিধায় সিলেট বিভাগবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে : আবেদ রাজা
সম্পদ ও সুযোগ-সুবিধায় সিলেট বিভাগবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে : আবেদ রাজা
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
নিউজ ডেস্ক : ২৮ সেপ্টেম্বর (রোববার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় নবীগঞ্জ-বাহুবলের গ্যাস সরবরাহ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন। এ কর্মসূচির আয়োজন করে গ্রেটার সিলেট সুপ্রীম কোর্ট ল’ইয়ার্স এসোসিয়েশন এবং নবীগঞ্জ-বাহুবল মৈত্রী সংঘ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের স্বপ্নদ্রষ্টা, খ্যাতনামা রাজনীতিবিদ এডভোকেট আবেদ রাজা। সভাপতিত্ব করেন সংগঠন দুটির উদ্যোক্তা এডভোকেট আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতা শফিক আহমদ ও নেওয়াজ চৌধুরী, জালালাবাদ ফাউন্ডেশনের এনাম আহমদ, সুপ্রীম কোর্টের আইনজীবী এনামুল হক সোহেল, বাহুবলের সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নবীগঞ্জ-বাহুবল অঞ্চলের স্থানীয় গ্যাস সম্পদ থেকে এলাকার মানুষকে সরাসরি গ্যাস সরবরাহ এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা তাদের ন্যায্য অধিকার। এ দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, নিজেদের অধিকার আদায়ে সিলেট বিভাগের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গ্যাস সম্পদে স্থানীয়দের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।