সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ণ
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক :

সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

মৃত্যুবাষিকী উপলক্ষে কবর জিয়ারতের মাধ্যমে এদিন মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ। এ ছাড়া জেলা বিএনপি ও পারিবারিকভাবে তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে নানা আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা এম সাইফুর রহমান মোট ১২ বার জাতীয় বাজেট উপস্থাপন করেন। যা এখন পর্যন্ত একটি অনন্য রেকর্ড। অর্থনৈতিক খাতের সংস্কার, বেসরকারিকরণ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রণোদনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁকে বাংলাদেশের আধুনিক অর্থনীতির রূপকার হিসেবেও অভিহিত করা হয়।

অর্থনীতিবিদদের মতে, সাইফুর রহমান মুক্তবাজার অর্থনীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রবাসীদের বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য ব্যাংকিং চ্যানেল সহজীকরণ, বেসরকারি খাতকে শিল্পায়নে এগিয়ে নেওয়া এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ তাঁর উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে আজও স্মরণ করা হয়।

বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন, “সাইফুর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। দেশের অর্থনৈতিক খাতে তাঁর অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।”

সাবেক এই অর্থমন্ত্রীর প্রয়াণ দিবসে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মহল তাঁকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পরও তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে রয়েছে।