সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট মালনীছড়ায় ট্রাক-মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ণ
সিলেট মালনীছড়ায় ট্রাক-মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক :সিলেটের মালনীছড়া চা বাগান এলাকায় ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো চ ১৫-৩৯৬১) বিমানবন্দরের দিকে যাচ্ছিল। একই সময়ে দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলেন। পথে মালনীছড়া এলাকায় ট্রাক, ওই মোটরসাইকেল দুটি এবং একটি সিএনজি অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি সিলেটের শাহপরান এলাকায়। তার বয়স আনুমানিক ২১ বছর বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে নিহত যুবকের ভাইও রয়েছেন বলে জানা গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে এসআই আতিক জানান, নিহত যুবকের মরদেহ ট্রাকের নিচে আটকে ছিল, যা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।