সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের জেলা প্রশাসকের সাথে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী জুলাই যোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:২৫ অপরাহ্ণ
সিলেটের জেলা প্রশাসকের সাথে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী জুলাই যোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাত জেলফেরত সিলেট বিভাগের সনদ প্রাপ্ত জুলাই যোদ্ধারা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় সনদপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় তারা বলেন, মো. সারওয়ার আলম প্রশাসনে যোগদানের পর থেকেই সততা, দৃঢ়তা ও দেশপ্রেমিক মানসিকতার কারণে আলোচিত হয়ে ওঠেন। তিনি দীর্ঘ সময় ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বিরোধী অভিযানে নেতৃত্ব দেন। দুর্নীতি, নকল ও ভেজাল বিরোধী অভিযানে তিনি দেশে আলোচিত নাম হয়ে ওঠেন।
তারা বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে প্রবাসীদের সুরক্ষা, অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন। প্রবাসীদের অধিকার রক্ষায় তাঁর অবদান অনন্য।
জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম প্রবাসী যোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি। জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময়ে আপনারা যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের কল্যাণে কাজ করাই হবে আমার অন্যতম অঙ্গীকার।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আমিরাত জেলফেরত সিলেট বিভাগের সনদ প্রাপ্ত প্রবাসী জুলাই যোদ্ধা ছগির আহমেদ তালুকদার, মায়দুল ইসলাম চৌধুরী, সেকুল ইসলাম, আলী আহমদ দুলাল, জিয়াউল হক জিহাদ, খালেদ আহমেদ অভি, মোফাজ্জল হোসেন, ইমন আহমেদ, মো. নোমান মিয়া, সাজ্জাত মিয়া প্রমুখ।