সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামী সংগীত চর্চা করতে আমরা যেন মৌলিকত্ব হারিয়ে না ফেলি : মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ
ইসলামী সংগীত চর্চা করতে আমরা যেন মৌলিকত্ব হারিয়ে না ফেলি : মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

নিউজ ডেস্ক : যুগে যুগে মুসলিম কবিগণ নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করে দুনিয়া ও আখেরাতে সফলকাম হয়েছেন। বাংলা ভাষায় কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমদ, কবি রূহুল আমীন খান সহ অসংখ্যা কবিরা হামদ, নাত ও ইসলামী সংগীত রচনা করে ধন্য হয়েছেন। এই ধারাবাহিকতায় সবুজকুঁড়ি দীর্ধদিন ধরে ইসলামী সংস্কৃতির জন্য সফলভাবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের উপকারের জন্য বেশি বেশি নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্চা করতে হবে। ইসলামী সংগীত চর্চা করতে গিয়ে আমরা যেন নিজেদের মৌলিকত্ব হারিয়ে না ফেলি। ভিন্ন ভাষার গজল উপস্থাপন করলে আমরা যেন তা বুঝে শুনে হৃদয়ঙ্গম করে গাই, তবেই আমরা উপকৃত হব।
গতকাল ৩০ আগষ্ট, শনিবার সিলেট হযরত শাহজালাল ডি. ওয়াই. কামিল মাদরাসা মিলনায়তনে ইসলামী সংস্কৃতির নির্মল আঙ্গিনা সবুজকুঁড়ি আয়োজিত নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সবুজকুঁড়ির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক কবি রফীকুল ইসলাম মুবীনের সভাপতিত্বে সবুজকুঁড়ির আবৃত্তি পরিচালক ফারুক মাহদী ও মোস্তাক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হুদা খান, উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মনজুরুল করিম মুহসিন, হযরত শাহজালাল ডি. ওয়াই কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা খান, তালামীয নেতা কুতুব আল ফরহাদ, হুসাইন আহমদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে ঐশীগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন সবুজকুঁড়ির কেরাত পরিচালক মারুফ আহমদ, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন সবুজকুঁড়ির বিভিন্ন ব্যাচের শিল্পীবৃন্দ।