সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাথর লুটকারী রাঘববোয়ালেরা কেন আইনের বাইরে দেশবাসী জানতে চায় : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরাম

প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ
পাথর লুটকারী রাঘববোয়ালেরা কেন আইনের বাইরে দেশবাসী জানতে চায় : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরাম

নিউজ ডেস্ক : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরাম কেন্দ্রীয় কমিটির উচ্চ পর্যায়ের এক জরুরী সভা গত ২৭ আগস্ট রাতে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্র্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেটের সভাতিত্বে সভায় বিপুল জনগোষ্ঠির সমর্থনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে উচ্চ পর্যায়ের দুর্নীতি দমনের লক্ষ্যে শক্তিশালী ন্যায়পাল ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের বিধান এক বছরেও বাস্তবায়ন না হওয়া ও সংশোধিত চাকুরী আইনে ছাড় দেওয়ার প্রক্রিয়ায় দেশের ৯০ ভাগ দুর্নীতি বিরোধী জনগণ হতাশ ও বিক্ষুব্ধ। মৌলিক সংস্কার সম্পন্ন না করে জাতীয় নির্বাচনের দিকে যাওয়া মানেই পূর্বের জায়গায় ফিরে যাওয়া। তবে মনে রাখা উচিত ইতিহাস কাউকে ক্ষমা করে না।
সভায় অন্তর্বর্তী সরকারের আমলে আল্লাহ দেয়া সিলেটের নয়ণাভিরাম সৌন্দর্য ধ্বংস, খনিজ সম্পদ পাথর ও বালু লুটপাটের মহোৎসবে প্রশাসন ও রাজনৈতিকদের ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। যা সিলেটবাসীর জন্য কলঙ্ক। এই লুটপাটের পটভূমি তৈরিকারী মহানায়করা আজ ধরা ছোয়ার বাইরে। পাশাপাশি পাথর লুটকারী রাঘববোয়ালেরা কেন আইনের বাইরে, দেশবাসী জানতে চায়?
সভায় বক্তাগণ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াতকারী বাস যাত্রীদের ভয়াবহ ভোগান্তি দ্রুত দূর করা না হলে জনগণ আন্দোলন গড়ে তোলবে। ঢাকা-সিলেট মহাসড়কের বেহলাদশার ভোগান্তি থেকে যাত্রীদের রক্ষার স্বার্থে সরাসরি ঢাকা-সিলেট বিরতিহীন আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু ও আন্তঃনগর ট্রেনগুলোর বগির সংখ্যা বৃদ্ধির জোর দাবী জানান। সিলেট মহানগরের প্রধান প্রধান ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি কার্র্যক্রম জোরদার, পাশাপাশি বন্দরবাজার, জিন্দাবাজার ও আম্বরখানায় সিটি কর্পোরেশনের উদ্যোগে লিজ ভিত্তিক পার্কিং স্থান প্রতিষ্ঠা ও সিলেট জেলা হাসপাতালের কার্র্যক্রম দ্রুত শুরু করার জোর দাবী জানানো হয়।
সভায় ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি’র স্থাপনায় অন্যকোন স্থাপনা সিলেটের জনগণ মেনে নিবে না। সভায় আগামী ৯ সেপ্টেম্বর উপরোক্ত দাবীগুলো বাস্তবায়নের দাবীতে নাগরিক মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনা বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুন কুমার দেব, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল গফুর, অরুন চন্দ্রনাথ এডভোকেট, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতা মোঃ লায়েক মিয়া, কেন্দ্রীয় যুব ফোরামের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।