দক্ষিণ সুরমায় লোলা বিলে মাছের পোনা অবমুক্তকরণ প্রোটিনের চাহিদা পূরণে মৎস চাষ বৃদ্ধি করতে হবে : ইউএনও ঊর্মি রায়
দক্ষিণ সুরমায় লোলা বিলে মাছের পোনা অবমুক্তকরণ প্রোটিনের চাহিদা পূরণে মৎস চাষ বৃদ্ধি করতে হবে : ইউএনও ঊর্মি রায়
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ০৫:২৭ অপরাহ্ণ
Oplus_131072
নিউজ ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, মাছ মানুষের প্রোটিনের অভাব পূরণে প্রধান খাদ্য। তাই প্রোটিনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের বংশ রক্ষা করতে ও মৎস্য চাষ বৃদ্ধি করতে হবে। অভয়াশ্রম গড়ে তুলে দেশীয় প্রজাতির মাছে বংশ বৃদ্ধিতে সকলকে সচেত হতে হবে। তিনি বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা ও পোন মাছ নিধন বন্ধ করতে হবে। তিনি যুব সমাজকে মৎস্য বিষয়ে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষে এগিয়ে আসার আহবান জানান।
ঊর্মি রায় গতকাল ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মোগলাবাজার ইউনিয়নের লোলা বিলে বিভিন্ন জাতের ২ লক্ষ টাকা মূল্যের মাছে পোনা অবমুক্তকরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সুনন্দা রাণী মোদক, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস শাকুর, দক্ষিণ সুরমা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মন্তাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, মৎস্যচাষী ইসলাম উদ্দিন ও সাইফুদ্দিন আল ফারুক মিঠু প্রমুখ।
প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বিভিন্ন প্রজতির ২ লক্ষ টাকা মূল্যের ৪৪৪ কেজি মাছে পোনা লোলা বিলে অবমুক্তকরণ করেন।