নিউজ ডেস্ক : জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা হেতিমগঞ্জ এর শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।
জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা হেতিমগঞ্জ এর প্রিন্সিপাল মুহিবুল্লাহ হোসনেগীর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরাবাজার জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে দাঁড় করানোর জন্য আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কার্যকর নাগরিক হিসাবে গড়ে তোলেন। একইসঙ্গে জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে দেশের প্রয়োজনে অবদান রাখেন। সেজন্য শিক্ষকগণ সমাজে সকলের শ্রদ্ধারপাত্র। তিনি প্রতিষ্ঠানের পড়ালেখার মান এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতার সাথে পাঠদানে আহবান জানান।
কার্যালয় : কাকলী শপিং সেন্টার (লিফটের ৫ম তলা), জিন্দাবাজার, সিলেট
ইমেইল : news.vorersylhet@gmail.com যোগাযোগ : 01621468454