সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের জেলা প্রশাসককে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর শাখার শুভেচ্ছা প্রদান

প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
সিলেটের জেলা প্রশাসককে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর শাখার শুভেচ্ছা প্রদান

Oplus_131072

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলমকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সারওয়ার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বক্তারা সিলেট শহরের যানজট নিরসনে ফুটপাত হকার মুক্ত করার আহবান জানিয়ে বলেন, সিলেট শহর এটি পরিচ্ছন্ন নগরী। কিন্তু গত কয়েকদিন থেকে প্রশাসনের কোন প্রদক্ষেপ না থাকার কারণে যেখানে-সেখানে হকার বসে থাকে। তাছাড়া অবৈধ সিএনজি স্ট্যান্ড থাকার কারণে প্রতিনিয়তই যানজট লেগে থাকে। এতে করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাফেরা করতে বাধাগ্রস্থ হন। এসময় বক্তারা ফুটপাতে বসে থাকা সকল হকারদের তাদের সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত জায়গায় প্রদান করতে জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। এসময় জেলা প্রশাসক সারওয়ার আলম শহরের হকার, যানজট সহ সকল সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সিনিয়ন ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগরের সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী, কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব ও জেলার সভাপতি মাওলানা আসলাম রাহমানী, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রইছ উদ্দিন, হাফিজ মিজানুর রহমান মজনু, মাওলানা ফরিদ উদ্দিন, এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, মাওলানা নাজিম উদ্দিন কামরান প্রমুখ।