সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফতুল্লায় ১৫ থেকে ২০টি উইকেট বানাতে চায় বিসিবি

প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
ফতুল্লায় ১৫ থেকে ২০টি উইকেট বানাতে চায় বিসিবি

বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে দেশের বিভিন্ন নিজে গিয়ে ক্রিকেটীয় কাঠামোর খোঁজ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সবশেষ আজ রোববার গিয়েছিলেন নারায়ণগঞ্জে। সেখানে ফতুল্লা স্টেডিয়াম ও অনুশীলনের পর্যাপ্ত উইকেট না থাকায় আক্ষেপ করেছেন তিনি।

নারায়ণগঞ্জের উদীয়মান ক্রিকেটার জিসান আলমের উদাহরণ টেনে বুলবুল বললেন, ‘গতকালকে আপনাদের নারায়ণগঞ্জের ছেলে জিসান আলম একটা ফিফটি করেছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে। আর আজকে দেখলাম জিসান যেখানে অনুশীলন করে, এটা আমি মেলাতে পারছি না। সে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটি করছে আর তার অনুশীলনের ব্যবস্থা এখানে কী!

জিসান আলম-রনি তালুকদারদের মতো ক্রিকেটার উঠে আসাকে ভাগ্যের ব্যাপার বললেন বুলবুল, জাহাঙ্গীর (কোচ) খুব গর্ব করছিল, আমার এখানে ৩টা উইকেট আছে। যখন একজন জেলার কোচ ৩টা উইকেটে খুশি হয়ে যায় এবং সেখান থেকে জিসান আলম বা রনি তালুকদারের মতো ক্রিকেটার উঠে আসে, এটা বলব অনেকটা ভাগ্যের ব্যাপার। এখানে ৩টা কেন, ৩০টা উইকেট থাকা উচিত।’
ফতুল্লায় ১৫-২০টি উইকেট বানাতে চান বুলবুল, ‘আমি কথা দিচ্ছি… আমার সঙ্গে বিসিবির ভাইস প্রেসিডেন্ট (নাজমুল আবেদিন ফাহিম) আছেন, আমরা প্রথম অনুশীলন সুবিধা বাড়ানোর কাজ করব। এখানে ৩টা উইকেট কেন থাকবে। অন্তত ১৫-২০টা উইকেট থাকা উচিত। সেই চেষ্টা আমরা করব।

সেখানে হাই পারফরম্যান্স সেন্টার খোলা সম্ভব বলেও জানালনে বুলবুল, ‘এখানে যদি আমরা ইনডোর করতে পারি..। জেলা প্রশাসক এখানে আছেন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ ভাই আছেন, ফাহিম ভাই আছেন। আমরা যদি একটা ছোটখাটো কম খরচের ইনডোর করতে পারি এবং আউটডোর সুবিধা বাড়াতে পারি, তাহলে খুব অনায়াসে এখানে একটা হাই পারফরম্যান্স সেন্টার করা সম্ভব। এই ৪টা প্রতিশ্রুতি- ফ্যাসিলিটি, গ্রাউন্ড, কোচ ডেভেলপমেন্ট ও হাই পারফরম্যান্স সেন্টার, এই ৪টা কাজ আমরা ইনশাআল্লাহ্‌ শুরু করব।